ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী সঙ্কট

অাঙ্কারা গেলেন জার্মান চ্যান্সেলর মের্কেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
অাঙ্কারা গেলেন জার্মান চ্যান্সেলর মের্কেল ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের রাজধানী আঙ্কারা পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। সিরিয়া সঙ্কট নিয়ে তুর্কি নেতাদের সঙ্গে আলোচনা করতেই তার এবারের আঙ্কারা সফর বলে জানিয়েছেন কূটনীতিকরা।



সোমবার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগান এবং প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর সঙ্গে বৈঠক করবেন।

তুরস্ক থেকে ইউরোপে সিরীয় শরণার্থীদের প্রবেশ সীমিতকরণ এবং এ ব্যাপারে তুরস্ককে ইইউ এর তরফে প্রয়োজনীয় সাহায্য দেয়ার ব্যাপারে বৈঠকে তুর্কি নেতাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে। পরিস্থিতি উত্তরণে ঘনিষ্ঠভাবে কাজ করছে তুরস্ক ও জার্মানি।
 
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।