ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার আবাসিক এলাকায় প্রশিক্ষণ জেট বিধ্বস্ত, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ইন্দোনেশিয়ার আবাসিক এলাকায় প্রশিক্ষণ জেট বিধ্বস্ত, নিহত ১ ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দোনেশিয়ায় একটি জনবসতিপূর্ণ এলাকায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ জেটপ্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক বেসামরিক লোক নিহত হয়েছেন।



বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৯টা) দিকে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

মালংয়ে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর আব্দুররহমান ঘাঁটির মুখপাত্র মেজর হামদি লন্ডং জানিয়েছেন, প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে এর পাইলট ও মেকানিক বেরিয়ে আসতে পেরেছিলেন।

তিনি আরও বলেন, প্লেনটি ওই এলাকায় একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। আমি ওই বাড়ি থেকে একজনের মরদেহ বের করে আনতে দেখেছি। বাড়িটির মালিক ছিলেন তিনি।

প্লেন থেকে বেরিয়ে আসতে পারা পাইলট ও মেকানিকের মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি ধানের ক্ষেতে পাওয়া গেছে বলে জানাতে পারলেও তারা দু’জন অক্ষত রয়েছেন কি না, তা জানাতে পারেননি মেজর হামদি।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬/আপডেট: ১২২১ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।