ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
উত্তর কোরিয়ার সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকর ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল রি ইয়ং গিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশটির প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানায়।



দুর্নীতির অভিযোগে সেনাপ্রধান রি ইয়ং গিলকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে জানা গেছে।

২০১৩ সালে বাবার মৃত্যুর পর কিম জং উন উত্তর কোরিয়ার ক্ষমতায় আসার পর থেকেই সেনাপ্রধান ছিলেন রি ইয়ং গিল। তিনি দেশটির সর্বেসর্বা কিমের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।