ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বাগদাদে হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের একটি মা ও শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড হয়েছে। এতে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১১ নবজাতক শিশুর।

বুধবার (১০ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়। মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডে হাসপাতালে চিকিৎসাধীন ১১ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।