ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
হিলারির বিরুদ্ধে মামলা

ঢাকা: ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কম্পাউন্ডে হামলায় ২ মার্কিন সেনা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সোমবার (০৮ আগস্ট) ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলাটি করেন নিহত সেনা সিন স্মিথের মা প্যাট্রিসিয়া স্মিথ এবং অপর সেনা টাইরন উডসের বাবা চার্লস উডস।

মামলায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহারের কারণে স্মিথ ও উডস বেনগাজিতে হামলার শিকার হন।

২০১২ জঙ্গিদের বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কমপাউন্ডে হামলা চালায় জঙ্গিরা। এতে সেদেশের মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন ও তিন মার্কিন সেনা নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।