ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ১০ কয়েদির রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
ফিলিপাইনে ১০ কয়েদির রহস্যজনক মৃত্যু

ঢাকা: ফিলিপাইনের একটি কারাগারে দুই চীনা মাদক ব্যবসায়ীসহ ১০ কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে কারাগারে গ্রেনেড বিস্ফোরণে ঘটনায় তাদের মৃত্যু হয়।

এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১২ আগস্ট) কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির জেল ম্যানেজমেন্ট অ্যান্ড পেনোলজি ব্যুরোর মুখপাত্র যাভেয়ার সোলদা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আট মাদকব্যবসায়ী ও দুইজন ডাকাতি মামলার আসামি রয়েছেন। আর আহতদের মধ্যে রয়েছেন একজন নিরাপত্তা প্রহরী।

এ ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।