ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় পার্টি চলাকালে অস্ত্রধারীর গুলিতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
ক্যালিফোর্নিয়ায় পার্টি চলাকালে অস্ত্রধারীর গুলিতে নিহত ১

ঢাকা : ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোভিনাতে একটি বাসায় পার্টি চলাকালে অস্ত্রধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় শুক্রবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ই মিশেল স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।