ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেলেঙ্গানায় কংগ্রেস নেতার ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
তেলেঙ্গানায় কংগ্রেস নেতার ওপর হামলা

ঢাকা: ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদে যদাগিরি নামে এক কংগ্রেস নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে।  

আশঙ্কাজনক অবস্থায় ওই কংগ্রেস নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়েছেন কর্মকর্তারা।

 

শনিবার (১৩ আগস্ট) সেকেন্দ্রাবাদের বউনপোলিতে এ হামলার ঘটনা ঘটে।  

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানায়, হামলাকারী মোটরসাইকেলে এসে ওই নেতার ওপর উপর্যপুরি গুলি করে পালিয়ে যায়।  

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আরএইচএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।