ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আরব জোটের বিমান হামলায় ১০ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
ইয়েমেনে আরব জোটের বিমান হামলায় ১০ শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: ইয়েমেনের একটি বিদ্যালয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দেশটির সাদা প্রদেশে  হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে।  

এ সময় সেখানে ১০ জন শিক্ষার্থী নিহত হয় এবং ২৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের অশিকাংশরই বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা ২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখল করে। এরপর দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল দখলে নামে। হুথিদের এই অগ্রসরকে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের অংশ মনে করে তা থামাতে পরের বছরের মার্চের শেষ দিকে অভিযানে নামে সৌদি আরবের নেতৃত্বাধীন পশ্চিমা মিত্র দেশগুলো।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।