ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
 চীনে চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডে নিহত ১২

ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর হাইগিতে একটি চুনাপাথর  খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় খনিতে থাকা ১২ জন শ্রমিক আটকা পড়েন। প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযানে নয়জনকে মৃত এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর তিনজন মারা যান।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে খনিটি জিককুইয়ান আয়রন অ্যান্ড স্টিল গ্রপ (জেআইএসসিও) নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতো বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।