ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুনরুদ্ধার হচ্ছে লিবিয়ার সির্ত শহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
পুনরুদ্ধার হচ্ছে লিবিয়ার সির্ত শহর

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা লিবিয়ার সির্ত শহর পুনরুদ্ধার হতে যাচ্ছে, এখন স্রেফ সময়ের ব্যাপার বলে জানিয়েছে লিবিয়ার সরকারি বাহিনী।

বুধবার (১৭ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সরকারি বাহিনীর মুখপাত্র রেদা ইসসা জানান, ইতোমধ্যে আইএসের দখলে থাকা দু’টি স্থান মুক্ত করতে সক্ষম হয়েছেন। সির্ত শহর পুনরুদ্ধার হওয়ার পথে। এছাড়া আইএসের দখলে থাকা অন্য স্থানগুলোও পুনর্দখলের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।