ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রহাণুর নমুনা পৃথিবীতে আনতে নাসা’র ১ম মিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
গ্রহাণুর নমুনা পৃথিবীতে আনতে নাসা’র ১ম মিশন

ঢাকা: গ্রহাণুর নমুনা পৃথিবীতে আনতে প্রথমবারের মতো মিশন শুরু করতে যাচ্ছে স্পেস এজেন্সি নাসা।  

বুধবার (১৭ আগস্ট) নাসা’র একটি বিবৃতিতে বলা হয়েছে, আগামী ০৮ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে মিশনটি পরিচালিত হবে।

মিশনটি কীভাবে গ্রহ-উপগ্রহ গঠিত হয়েছে তা জানেত এবং সৃষ্টিরহস্য উদঘাটনে বিজ্ঞানীদের সাহায্য করবে।  

দ্য অরিজিন, স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন, রিসোর্স আইডেনটিফিকেশন, সিকিউরিটি-রেগোলিথ এক্সপ্লোরার নামের স্পেসক্র্যাফ্টগুলো পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু ‘বেন্নু’র চারপাশে ভ্রমণ করবে। এরপর উচ্চ পর্যায়ের গবেষণার জন্য ওই গ্রহাণুর নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসএনএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।