ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাতার এয়ারওয়েজের প্লেনের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
কাতার এয়ারওয়েজের প্লেনের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

ঢাকা: ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় কাতার এয়ারওয়েজের একটি প্লেন তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্টে জরুরি অবতরণ করেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির খবর তৎক্ষণাৎ মেলেনি।

এয়ারওয়েজ ও এয়ারপোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। প্লেনটি ইস্তাম্বুল থেকে দোহা যাচ্ছিল।

উপসাগরীয় অঞ্চলের এ অন্যতম বৃহৎ এয়ারলাইন্সটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কিউআর২৪০ ফ্লাইটটি আতাতুর্ক এয়ারপোর্ট থেকে দোহার উদ্দেশে উড্ডয়ন করে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন ধরে গেলে প্লেনটি আবার ইস্তাম্বুলে ফিরে যায় এবং জরুরি অবতরণ করে।

বিবৃতি আরও বলা হয়, প্লেন নিরাপদে অবতরণের পর যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। পরে পাইলটেরা এয়ারলাইন্সের যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬/আপডেট ২০১১ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।