ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে ট্রাম দুর্ঘটনায় নিহত ৭, আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
লন্ডনে ট্রাম দুর্ঘটনায় নিহত ৭, আহত অর্ধশতাধিক

ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এক ট্রাম দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা: ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এক ট্রাম দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (০৯ নভেম্বর) লন্ডনের ক্রয়ডন এলাকায় একটি চলন্ত ট্রাম লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।

ট্রামটি লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধান করছে স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট পুলিশ। এ ঘটনায় ৪২ বছর বয়সী একজনকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি।

এ দুর্ঘটনা পর স্থানীয় স্যান্ডিল্যান্ডস ও পূর্ব ক্রয়ডন শহরের মধ্যে যোগাযোগ বিঘ্ন ঘটে। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

স্থানীয় ডেপুটি চিফ কনস্টেবল অ্যাডরিয়ান হ্যানস্টক সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।