ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
হোয়াইট হাউজে ট্রাম্প

প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য হোয়াইট হাউজে পৌঁছেছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ঢাকা: বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য হোয়াইট হাউজে পৌঁছেছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (০৮ নভেম্বর) দেশটির সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি।

তবে দেশটির আইন অনুযায়ী ২০১৭ সালের ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জয়ী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হবে।

তিনি ওই মাসের ২০ তারিখে দেশটির প্রেসিডেন্ট পদের পাশাপাশি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করবেন। সেদিন বিকেলে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।