ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় গুলিতে শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ফ্লোরিডায় গুলিতে শিশুসহ নিহত ৩

ফ্লোরিডার মনক্রিফ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরো দু’জন। 

ঢাকা: ফ্লোরিডার মনক্রিফ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরো দু’জন।

 

রোববার (১৩ নভেম্বর) রাতে একজন পুরুষ, দু’জন নারী ও একটি শিশু মনক্রিফের ক্লেভল্যান্ড সড়কের একটি খাবারের দোকানের সামনে গাড়িতে বসেছিলেন। এসময় গুলিতে ঘটনাস্থলেই এক নারীর ও হাসপাতালে নেওয়ার পর আরো দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দু'জন গুলিবিদ্ধ হন।

জ্যাকসনভিলের তদন্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা অফিস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।