ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে সাত পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
কাশ্মীর সীমান্তে সাত পাকিস্তানি সেনা নিহত

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর সংঘর্ষে সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।‍

ঢাকা: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর সংঘর্ষে সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ‍

পাকিস্তানি সামরিক বাহিনীর বরাত দিয়ে সেদেশের পত্রিকা ডন জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি অবস্থান লক্ষ্য করে রোববার রাতভর ভারতীয় গোলাবর্ষণে সাতজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন।

নিয়ন্ত্রণ রেখার ভিম্বার সেক্টরে সেনা হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন।

এদিকে ভারতীয় গোলায় পাকিস্তানি সেনা নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বামবাওলাকে সোমবার ( নভেম্বর ১৪) ডেকে পাঠায় সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সঙ্গে ভারতকে পাকিস্তানের তরফে একটি প্রতিবাদ লিপিও পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া।

এদিকে ভারতীয় গোলায় নিহত পাকিস্তানি সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

ভারত পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সোমবার তিনি বলেন, ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।

এছাড়া দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণও করেন খাজা আসিফ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।