ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০০০ রুপির নতুন নোট ধুয়ে দিলেন ভারতীয় যুবক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
২০০০ রুপির নতুন নোট ধুয়ে দিলেন ভারতীয় যুবক (ভিডিও) ছবি: সংগৃহীত

এই তো কদিন হলো ভারতে চালু হয়েছে ২০০০ রুপির নতুন নোট। সাধারনত দুর্নীতি ঠেকাতেই নতুন নোটগুলো তৈরি করা হয়েছে। এমন ঘটনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক...

ঢাকা: এই তো কদিন হলো ভারতে চালু হয়েছে ২০০০ রুপির নতুন নোট। সাধারণত দুর্নীতি ঠেকাতেই নতুন নোটগুলো তৈরি করা হয়েছে।

এমন ঘটনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করছেন অনেকে, তবে এরই মধ্যে নোট নিয়ে শুরু হয়ে গেছে পরীক্ষা-নিরীক্ষা! এক ব্যক্তি তো ধুয়েই দিলেন ২০০০ রুপির নতুন নোট।

নতুন অনেক কিছু নিয়েই মানুষের আগ্রহের কমতি থাকে না, ফলে তা নিয়ে চলে বিভিন্ন জল্পনা-কল্পনা। নোটের বেলাতেও তাই ঘটছে, তবে এর বহিঃপ্রকাশ যে বেসিনে কল ছেড়ে পানিতে দিয়ে নোট কচলে দেখার চেষ্টায় পরিণত হবে তা কে জানতো!

না জানলে রয়েছে ভিডিও, যা ১১ নভেম্বর ইউটিউবে ছড়ায়, ইতোমধ্যে এর ভিউ ছাড়িয়ে গেছে ৭৩ লাখ ৯২ হাজার ২০৩।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।