ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুষমা স্বরাজ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
সুষমা স্বরাজ হাসপাতালে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ ম‍াধ্যম টুইটারে এক বার্তায় তিনি এ তথ্য জানান।

টুইটে তিনি বলেন, ‘কিডনি সমস্যায় নিয়ে আমি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) আছি। বর্তমানে আমার ডায়ালসিস চলছে। কিডনি প্রতিস্থাপনের জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

৬৪ বছর বয়সী সুষমা স্বরাজ তার ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকে টুইটটি করেন। যার ফলোয়ারের সংখ্যা ৬৫ লাখ।

হাসপাতাল সূত্র জানায়, গত ২০ বছর ডায়াবেটিসে আক্রান্ত থাকার ফলেই তার কিডনির সমস্যা দেখা দিয়েছে। তবে এতে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন তার চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।