ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিকাগোতে বিস্ফোরণে নিহত ১, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
শিকাগোতে বিস্ফোরণে নিহত ১, আহত ১০

যুক্তরাষ্ট্রের শিকাগোর কেন্দ্রীয় ইলনয়েস শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ঢাকা: যুক্তরাষ্ট্রের শিকাগোর কেন্দ্রীয় ইলনয়েস শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ফুলটন কাউন্টি জরুরি সার্ভিস ও দুর্যোগ এজেন্সি জানায়, বিস্ফোরণের পর ১১ জনকে দ্রুত গ্রাহাম হাসপাতালে পাঠানো জয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা একজন মারা যান।

তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। অনুসন্ধান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।