ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ইয়েমেনে ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি

যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

ঢাকা: যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।  স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে।

সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, হুথি বিদ্রোহী ও তাদের মিত্ররা চুক্তি মেনে চললে এই যুদ্ধবিরতির সময়সীমা আরো বাড়ানো হতে পারে।

মার্কিন বাহিনীর সমর্থন নিয়ে দেশটিতে জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলাসহ বিভিন্ন হামলা চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।