ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুকে ভুয়া খবরের ‘স্ট্যান্টবাজি’, কড়া সমালোচনা ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ফেসবুকে ভুয়া খবরের ‘স্ট্যান্টবাজি’, কড়া সমালোচনা ওবামার

অনৈতিকভাবে অনলাইন দুনিয়ায় নিজেদের ৠাংকিং বাড়াতে কিংবা বিশেষ উদ্দেশ্যে জনগণের মাঝে মিথ্যা ধারণা ছড়িয়ে দিতে ফেসবুক ব্যবহার করে কিছু কিছু অখ্যাত নিউজ পোর্টাল খুবই সুকৌশলে যতসব ভুয়া এবং উটকো খবরকে পাঠকের সামনে উপস্থাপন করে থাকে।

ঢাকা: অনৈতিকভাবে অনলাইন দুনিয়ায় নিজেদের ৠাংকিং বাড়াতে কিংবা বিশেষ উদ্দেশ্যে জনগণের মাঝে মিথ্যা ধারণা ছড়িয়ে দিতে ফেসবুক ব্যবহার করে কিছু কিছু অখ্যাত নিউজ পোর্টাল খুবই সুকৌশলে যতসব ভুয়া এবং উটকো খবরকে পাঠকের সামনে উপস্থাপন করে থাকে।

সার্চ ইঞ্জিন গুগল এবং ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘এলগরিদম’ এর দুর্বলতার সুযোগ নিয়ে এগুলো সোস্যাল মিডিয়ায় এমনভাবে ছড়ানো হয় যেন মনে হয় এগুলোই সত্য।

এদের দাপটে মাঝখান থেকে মার খায় মাঠ থেকে প্রকৃত তথ্য তুলে নিয়ে এসে খবর উপস্থাপন করা মূলধারার মিডিয়া কিংবা অনলাইন নিউজ পোর্টাল। পাঠকরাও হন প্রতারিত।

এই প্রবণতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

সোস্যাল মিডিয়াসহ অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে এভাবে ভুয়া খবর ছড়িয়ে দেয়ার প্রবণতার বিরুদ্ধে মুখ খুললেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এতে জনগণের মধ্যে ‘নির্বুদ্ধিতার ধোঁয়াশা’ ছড়িয়ে পড়ছে উল্লেখ করে এর প্রভাবে রাজনীতি ভবিষ্যতে আরও বিষাক্ত হয়ে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সম্প্রতি বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাংগেলা মের্কেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সোস্যাল মিডিয়ায় ভুয়া এবং উটকো খবর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে কথা বলেন সফররত প্রেসিডেন্ট ওবামা।

এদিকে তাদের প্লাটফর্ম ব্যবহার করে ভুয়া ও উটকো  খবর ছড়িয়ে দেয়ার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ফেসবুক, গুগলও। এসব প্রতিরোধে নিজেদের ফিল্টারিং ও এলগরিদম ব্যবস্থা আরও ঢেলে সাজানোর ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

আমাদের দেশেও দেখা যায় কোনো অসাধু বা নাম কা ওয়াস্তে অনলাইন পত্রিকা শুধু তাদের কাটতি বাড়ানোর জন্যই সম্পূর্ণ বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে খবর প্রকাশ করে।

সম্পূর্ণ অজনপ্রিয় এবং অপরিচিত এ সব নিউজপোর্টালে যেহেতু পাঠকরা নিজে থেকে প্রবেশ করতে চান না, তাই নিজেদের ওয়েবসাইটের ভিউয়ার বাড়াতে চটকদার শিরোনামে ভুয়া এবং উটকো খবরকে ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারা।

যেমন সম্প্রতি কোনো এক অখ্যাত নিউজ পোর্টাল পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিককে নিয়ে খবর প্রকাশ করলো ‘রঞ্জিত মল্লিক আর নেই‘ এই শিরোনামে।

 ফেসবুকে এমন শিরোনাম দেখে স্বভাবত কৌতূহলী হয়ে ভেতরে ঢুকে পাঠকরা দেখলেন পুরো খবরটাই ভুয়া।

আসলে রঞ্জিত মল্লিক অভিনয় থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন। অথচ রঞ্জিত মল্লিকের চলচ্চিত্র থেকে বিদায়ের ঘোষণায় এসব অখ্যাত নিউজ পোর্টালের শিরোনাম এমন যেন রঞ্জিত মল্লিক পৃথিবী থেকেই চিরবিদায় নিয়েছেন। পাঠকরাও ফেসবুকে এই শিরোনাম দেখে হুমড়ি খেয়ে পড়লেন ওই সংবাদের ভেতরে। কিন্তু খবরের ভেতরে প্রবেশ করে হলেন প্রতারিত।

এভাবেই ফেসবুকে ছড়িয়ে পড়ছে ভুয়া ও উটকো খবর। এর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলধারার সংবাদমাধ্যম। সর্বোপরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাঠক নিজেরাই।

এই ধরনের প্রবণতার নিকৃষ্ট উদাহরণ দেখা গেছে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ও।

একটি সংবাদ বিষয়ক অনুসন্ধানী সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রচারণার শেষ তিন মাসে অখ্যাত ও অপরিচিত নিউজপোর্টালগুলোতে প্রকাশিত ২০টি সবচেয়ে বেশি পঠিত ভুয়া নিউজ, ‍ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এই সময়ে মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত ২০টি সর্বোচ্চ পঠিত খবরের থেকেও বেশি হারে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের যখন ফলাফল প্রকাশ হচ্ছিলো, তখন সর্বশেষ ভোট গণনায় কোনো কোনো রাজ্যে হিলারি এগিয়ে থাকলেও গুগলে সার্চ দিলে পাওয়া যাচ্ছিলো ট্রাম্পের এগিয়ে থাকার খবর। যেগুলো মূলত ছড়ানো হয়েছে এসব ‘স্ট্যান্টবাজ’ নিউজ পোর্টালের মাধ্যমেই।

বার্লিনে মূলত এই বিষয়টিকেই সামনে তুলে বক্তব্য রাখেন ওবামা। হিলারির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় মিশিগানেও ওবামা জনগণকে ‍অনলাইন বা ফেসবুকে প্রাপ্ত উল্টোপাল্টা ভুয়া নিউজের ব্যাপারে সাবধান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।