ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আই‍এসের বোমা হামলায় তুর্কি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আই‍এসের বোমা হামলায় তুর্কি সেনা নিহত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বোমা হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই তুর্কি সেনা।

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বোমা হামলায় এক তুর্কি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই তুর্কি সেনা।

রোববার (২০ নভেম্বর) তুর্কি নিরাপত্তা বাহিনীর উদ্বৃতি দিয়ে এ খবর জান‍ানো হয়।

সিরিয়ার উত্তরাঞ্চলের আইএসের নিয়ন্ত্রাণাধীন আল-বাব শহরে তুর্কি সেনাদের একটি দল এ হামলার শিকার হন।

আহত দুই সেনাকে তুর্কি সীমান্তের কাছের এক হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেন, তার সেনারা আল-বাব শহরের মাত্র দুই কিলোমিটার দূরে রয়েছে। দ্রতই তারা আল-বাব শহরের নিয়ন্ত্রণ নিতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।