ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোয় ২৪ ঘণ্টায় নিহত ৫৪, ৫ দিনে ৩০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আলেপ্পোয় ২৪ ঘণ্টায় নিহত ৫৪, ৫ দিনে ৩০০ ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো শহরে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জন নিহত হয়েছে। এই ২৪ ঘণ্টা মিলিয়ে গত ৫ দিনে প্রাণ গেছে অন্তত ৩০০ জনের। আহত হয়েছে আরও কয়েকশ’ মানুষ। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং শিশু ও নারী।

ঢাকা: সিরিয়ার আলেপ্পো শহরে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জন নিহত হয়েছে। এই ২৪ ঘণ্টা মিলিয়ে গত ৫ দিনে প্রাণ গেছে অন্তত ৩০০ জনের।

আহত হয়েছে আরও কয়েকশ’ মানুষ। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং শিশু ও নারী।

রোববার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর।

তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, আলেপ্পোয় বিদ্রোহীদের দমনে অভিযানে রয়েছে সরকারি বাহিনী। শহর ও এর উপকণ্ঠে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জণের প্রাণ ঝরেছে। আর পাঁচ দিনে প্রাণ গেছে অন্তত ৩০০ জনের।

এসওএইচআর দাবি করেছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে বিষাক্ত ক্লোরিন গ্যাসের ব্যবহারের কারণে রোববারই প্রাণ গেছে ৬ পরিবারের সব সদস্যের। যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

এসওএইচআর বলছে, আলেপ্পোর অবস্থা ক্রমশই সংকটাপন্ন হয়ে পড়েছে। গত সপ্তাহে দু’পক্ষের বোমা হামলায় বেশ কিছু এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।