ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩, উদ্ধারকাজ সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩, উদ্ধারকাজ সমাপ্ত ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণার পর কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়।

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণার পর কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়।

পাটনা-ইন্দোর এক্সপ্রেস নামে ওই ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত হওয়ার এ ঘটনায় প্রায় দু’শ মানুষ আহত হয়েছেন। এটিকে গত ৬ বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে দেখা হচ্ছে।

রোববার (২০ নভেম্বর) ভোর ৩টার দিকে কানপুর জেলার পুখরায়ন শহরের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগামী এ ট্রেন বিহারের পাটনা থেকে মধ্যপ্রদেশের ইন্দোর শহর রুটে চলাচল করে। এতে পাঁচ শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

কানপুরের সিনিয়র পুলিশ কর্মকর্তা দালজিত সিং জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া দু’টো কোচের নিচ থেকে আরও মরদেহ পাওয়া যেতে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং চিকিৎসক মিলে প্রায় আড়াইশ’ উদ্ধাকারী কাজ করেছেন।  

কানপুরের সহকারী আইজি রাকেশ মাধক জানান, দুর্ঘটনায় প্রথম দিকে কয়েক ডজন মানুষের প্রাণহানির খবর মিললেও উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণার পর এ সংখ্যা ১৪৩ জনে দাঁড়িয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেলওয়ে মন্ত্রী সুরেশ এক টুইট বার্তায় বলেছেন, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষী ব্যক্তিকে অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

এদিকে রেলওয়ে অফিস বলছে, রেলপথে সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। অনেকদিন পরে এমন দুর্ঘটনা ঘটেছে।

ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বড় রেল নেটওয়ার্ক। সেটি প্রতিদিন ২০ লাখ লোক পরিবহন করে। গত বছরের মার্চে এই উত্তর প্রদেশেই ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের প্রাণহানি ও দেড়শতাধিক লোক আহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জেডএস/এইচএ/

আরও পড়ুন
** কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২৭, বাকি একটি বগি
**কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০
**ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০০ ছাড়ালো, ‘নেই’ কোনো বাংলাদেশি​
** ‘বিকট আওয়াজ, শূন্যে ভাসছে কোচ’​
** বাবাকে খুঁজছেন বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া রুবি
** কানপুরে ট্রেন দুর্ঘটনা: নিহত-আহতের পরিবার পাবে আর্থিক সহায়তা
** উত্তর প্রদেশে ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত, নিহত ৬৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।