ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানের ফুকুশিমা উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৩।

ঢাকা: পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র জাপানের ফুকুশিমা উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৩।

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) ভোর ৬টায় এ ভূমিকম্প আঘাত হানে। জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস বলছে, ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিলো ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

ঘটনার পরপরই ফুকুশিমাসহ পূর্ব উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা করা হচ্ছে। তাই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এর  আগে সর্বশেষ ২০১১ সালে ভয়াবহ সুনামিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে জাপান।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬/আপডেট: ০৪১৪ ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।