ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পানামায় হারিকেন ‘ওটটো’র আঘাতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
পানামায় হারিকেন ‘ওটটো’র আঘাতে নিহত ৩

সেন্ট্রাল আমেরিকার দেশ পানামায় হারিকেন ‘ওটটো’র আঘাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত চারজন।

ঢাকা: সেন্ট্রাল আমেরিকার দেশ পানামায় হারিকেন ‘ওটটো’র আঘাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত চারজন।

পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোজ ভারিলা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বুধবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে ঘূর্ণিঝড় হারিকেন ‘ওটটো’ আঘাত হানে। বুধবার সেটি নিকারাগুয়া ও কোস্টারিকা উপকূলের দিকে ধাবিত হতে থাকে।

হারিকেন ওটটো’র আঘাতের আশঙ্কায় কোস্টারিকান উপকূল থেকে হাজার-হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।