ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বঙ্গোপোসাগরে একত্রে মহড়া দেবে ভারত ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বঙ্গোপোসাগরে একত্রে মহড়া দেবে ভারত ও রাশিয়া

রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় নৌবাহিনী। চলতি মাস ডিসেম্বরের ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত এই মহড়ার দিন ধার্য হয়েছে বলে জানিয়েছে ভারত...

ঢাকা: রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় নৌবাহিনী। চলতি মাস ডিসেম্বরের ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত এই মহড়ার দিন ধার্য হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

‘ইন্দ্র নেভি-২০১৬’ শীর্ষক মহড়ার গন্তব্য বিশাখাপত্তনমের উপকূলবর্তী দক্ষিণ বঙ্গোপোসাগর।

ভারত ও রাশিয়ার বিশেষ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল সম্প্রতি বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

রাশিয়ার পক্ষ থেকে মহড়ায় যোগ দিতে আসছে প্রোজেক্ট ১১৫৫’র অ্যান্টি-সাবমেরিন শিপ, প্রোজেক্ট ৯৫৬’র একটি ডেস্ট্রয়ার, অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার ও একটি ট্যাঙ্কার।

মূলত ২০০৩ সাল থেকে ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ মহড়ার এই কর্মসূচি পালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।