ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোর যুদ্ধবিরতি বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
আলেপ্পোর যুদ্ধবিরতি বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোগান ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধবিরতি বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন।

ঢাকা: সিরিয়ার আলেপ্পোতে যুদ্ধবিরতি বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন।

বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

আঙ্কারায় একটি টেলিভিশনে বক্তব্যকালে বুধবার সন্ধ্যায় আলেপ্পোতে যুদ্ধবিরতি ইস্যুতে পুতিনের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন এরদোগান।

তুর্কি এই প্রেসিডেন্ট এমন এক সময় আলোচনার আগ্রহ দেখালেন, যখন সিরিয়ার সরকারি বাহিনী দাবি করছে- আলেপ্পোতে যুদ্ধের অবসান হয়েছে, আলেপ্পো তাদের দখলে এবং বিদ্রোহীমুক্ত।

টেলিভিশন ভষণে তিনি বলেন, সন্ধ্যায় আমি আবার পুতিনের সঙ্গে কথা বলবো।

আলেপ্পোর পরিস্থিতি খুবই বিধ্বস্ত ও জটিল বলেও মন্তব্য করেন এরদোগান।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।