ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
জাপানে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

জাপানের শিমান এলাকার পশ্চিম উপকূলে নৌকা ডুবির ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও সাতজন।

ঢাকা: জাপানের শিমান এলাকার পশ্চিম উপকূলে নৌকা ডুবির ঘটনায় একজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও সাতজন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বুধবার ভোরে একটি নৌকা মাছ ধরতে গিয়ে তলিয়ে যায়। নৌকাটিতে আট জাপানি ও এক ইন্দোনেশীয় নাগরিক ছিলেন। ডুবে যাওয়া নৌকাটি প্রায় ২০০ ফুট পানির নিচে শনাক্ত করেছে জাপানি কোস্ট গার্ড।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।