ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কান্দাহারে বন্দুকধারীদের হামলায় নারীসহ নিহত ৬ সরকারি কর্মচারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
কান্দাহারে বন্দুকধারীদের হামলায় নারীসহ নিহত ৬ সরকারি কর্মচারী

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বন্দুকধারীদের হামলায় ছয় সরকারি কর্মচারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। তারা কান্দাহার বিমানবন্দরে চাকরি করতেন।

ঢাকা: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বন্দুকধারীদের হামলায় ছয় সরকারি কর্মচারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।

তারা কান্দাহার বিমানবন্দরে চাকরি করতেন।

শনিবার (১৭ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। এ হামলার লক্ষ্য জানা যায়নি এবং হামলাটির দায়ও প্রাথমিকভাবে কেউ স্বীকার করেনি।

কান্দাহার প্রদেশ সরকারের মুখপাত্র শামীম কাপলওয়াক জানান, শনিবার কান্দাহার বিমানবন্দরে কাজ করতে যাওয়ার পথে পাঁচ নারী কর্মী অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলার শিকার হয়ে মারা যান। এ সময় কর্মচারীদের বহনকারী গাড়িচালকও নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।