ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারকে সতর্কতা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারকে সতর্কতা জাতিসংঘের ছবি: সংগৃহীত

ক্রমাগত রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মায়ানমারকে সতর্ক করলো জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান...

ঢাকা: ক্রমাগত রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মায়ানমারকে সতর্ক করলো জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জেইড আল রাইদ হুসেইন দেশটির সরকারকে রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে সতর্ক করেন।

জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, সেখানে যেন সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো না হয়। এ বিষয়ে সতর্ক হতে হবে। মায়ানমারের যেই এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার পরিস্থিতি স্বাধীনভাবে পর্যবেক্ষণ করতে দিতেও আহ্বান জানিয়েছে বিশ্ব এ সংস্থাটি।

এছাড়া জাতিসংঘ মনে করে, মায়ানমারের এই সব কর্মকাণ্ড দেশটিতে দীর্ঘ মেয়াদী সমস্যার সৃষ্টি করতে পারে। যার দায় তাদেরই নিতে হবে।

এর আগে দেশটির রাখাইন রাজ্য সফর করেন সংস্থাটির সাবেক মহাসচিব কফি আনান। সেসময় তিনি সশরীরে উপস্থিত হয়ে গণহত্যা বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।