ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের পরবর্তী সেনা প্রধান বিপিন রাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ভারতের পরবর্তী সেনা প্রধান বিপিন রাওয়াত

ভারতের পরবর্তী সেনা প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট  জেনারেল বিপিন রাওয়াত।  আগামী ৩১ ডিসেম্বর বর্তমান সেনাবাহিনী প্রধান দালবির সিং সুহাগের মেয়াদ শেষ হচ্ছে।

ঢাকা: ভারতের পরবর্তী সেনা প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত।   আগামী ৩১ ডিসেম্বর বর্তমান সেনাবাহিনী প্রধান দালবির সিং সুহাগের মেয়াদ শেষ হচ্ছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে দেশটির সরকার নতুন এ নিয়োগের ঘোষণা দেয়।

একইসঙ্গে ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী প্রধানের দায়িত্ব পাচ্ছেন এয়ার মার্শাল বিরেন্দ্রর সিং ধানওয়া। বর্তমান প্রধান অরূপ রাহার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তারও মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর।

জেনারেল বিপিন রাওয়াত ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটালিয়নে ছিলেন। বর্তমানে তিনি দেশটির সেনাবাহিনীর আর্মি স্টাফের ভাইস চিফের পদে রয়েছেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।