ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্ডানে বন্দুকধারীর হামলা, পুলিশসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
জর্ডানে বন্দুকধারীর হামলা, পুলিশসহ নিহত ৫

জর্ডানে দক্ষিণাঞ্চলে পুলিশের ওপর অর্তকিত হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে চার পুলিশসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ঢাকা: জর্ডানে দক্ষিণাঞ্চলে পুলিশের ওপর অর্তকিত হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে চার পুলিশসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এছাড়া বেশ কয়েকজন বিদেশি নাগরিককে জিম্মি করার খবরও জানিয়েছে সংবাদমাধ্যম।

দেশটির ‍পাবলিক সিকিউরিটি ডিরেক্টর এক বিবৃতিতে জানায়, ভিন্ন তিনটি নিরাপত্তা এলাকা ও পুলিশ স্টেশনে মুখোশধারী অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশের ওপর হামলা চালায়। সবচেয়ে ভয়ানক হামলা চালানো হয় কারাকে।  

এসব ঘটনায় নিহত ৫ জনের মধ্যে চার পুলিশ ছাড়া অপরজন কানাডিয়ান এক নারী পর্যটক।

হামলার পর বন্দুকধারীরা দ্রুত পালিয়ে যায়। এসব ঘটনায় আরো অন্তত দুই জন আহত হয়েছেন। হামলার ঘটনার পর বন্দুকধারীদের ধরতে ওইসব এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।