ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭, আটকা পড়েছেন অনেকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
মহারাষ্ট্রে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৭, আটকা পড়েছেন অনেকে

মহারাষ্ট্রের গণ্ডিয়া এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন হোটেলটিতে আটকা পড়েছেন।

ঢাকা: মহারাষ্ট্রের গণ্ডিয়া এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন হোটেলটিতে আটকা পড়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন নিহতের খবর নিশ্চিত করেছেন গাদচিরইল রেঞ্জের আইজি। জনাকীর্ণ এলাকায় হোটেলটির অবস্থান হওয়ায় উদ্ধারকারী দলকে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে।

নিহতরা শহরের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে হোটেলটিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬ 
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।