ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুন ‘নক টেন’র আঘাতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ফিলিপাইনে টাইফুন ‘নক টেন’র আঘাতে নিহত ৪ টাইফুন ‌‌‌‌‌‌'নক টেন’র প্রতীকী ছবি

ফিলিপাইনে ‘নক টেন’ নামে শক্তিশালী টাইফুনের আঘাতে চারজন নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) দেশটির রাজধানীর ম্যানিলার পাশে টাইফুনটি আঘাত হানে।

ঢাকা: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পাশে ‘নক টেন’ নামে শক্তিশালী টাইফুনের আঘাতে চারজন নিহত হয়েছেন।

রোববার (২৫ ডিসেম্বর) টাইফুনটি আঘাত হানে বলে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, খ্রিস্ট সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের সময় ‘নক টেন’ দেশটির পাঁচটি প্রদেশে আঘাত হানে। এতে অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। প্রায় ১০ হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েন। রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পড়ে। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

টাইফুনে আক্রান্ত ম্যানিলাবাসী, ছবি: সংগৃহীত‘নক টেন’ স্থানীয়ভাবে ‘নিনা’ নামে পরিচিত। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ম্যানিলার দক্ষিণে প্রতি ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানে। পরে তা ১৩০ কিলোমিটার বেগে দমকা হওয়ায় রূপ নেয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।