ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামলা হুমকিতে মস্কোয় ৩ রেলস্টেশন খালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
হামলা হুমকিতে মস্কোয় ৩ রেলস্টেশন খালি

বোমা হামলার হুমকি ঘিরে মস্কোয় তিনটি রেলস্টেশন থেকে তিন হাজার লোক ও কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক এ খবর জানিয়েছে।

ঢাকা: বোমা হামলার হুমকি ঘিরে মস্কোয় তিনটি রেলস্টেশন থেকে তিন হাজার লোক ও কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফোন কলের মাধ্যমে বোমা হামলার হুমকির ঘটনায় কাজাস্কি ও লিনানগাস্কি রেলস্টেশন থেকে কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া যুলোভাস্কি রেলস্টেশন থেকে অন্তত সাড়ে সাতশ’ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

কোথায় এ ধরনের বিস্ফোরক রাখা হয়েছে সংশ্লিষ্ট কুকুর দিয়ে তা খোঁজা হচ্ছে বলে জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।