ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিষাক্ত মদপানে মৃত বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
পাকিস্তানে বিষাক্ত মদপানে মৃত বেড়ে ৩৪

পাকিস্তানে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

ঢাকা: পাকিস্তানে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

 

লাহোর থেকে ২শ’ কিলোমিটার দূরে পাঞ্জাবের তোবা তেক সিং এলাকায় খ্রিস্টান কলোনিতে গণহারে বিষাক্ত মদপানের ঘটনায় প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে।  

প্রাথমিক ১২ জনের মৃতের খবরের পর দ্রুতই তা ২৪ জনে পৌঁছায়। তবে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় আরো ১০ জন মারা যান।

এদিকে এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে আরো বেশ কয়েকজন চিকিৎসাধীন। জেলা হেডকোয়ার্টার হাসপাতালের চিকিৎসক ড. আসিফ মেহমুদ সালেমি জানান, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে এখন পর্যন্ত ১০৫ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন।

২০১৪ সালের অক্টোবরে বিষাক্ত মদপানে ২৯ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি বছরের অক্টোবরে পাঞ্জাব প্রদেশে এমন কাণ্ডে ১১ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।