ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

ঢাকা: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ মাত্রার।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১২টা ১৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।  ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, উৎপত্তিস্থল দেশটির করনাডাল (Koronadal) অঞ্চল থেকে ৩৩৪ দক্ষিণপূর্বে।

ভূ-পৃষ্ঠ থেকে যা ৬২৬ কিলোমিটার গভীরে ছিল।

তারা আরও জানিয়েছে, ভূমিকম্পে হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না। কারণ এটি সমুদ্র অঞ্চলে আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতার বিষয়ে জানা যায়নি।

ফিলিপাইনের সিসমোলোজি ইনস্টিটিউটও সুনামির বিষয়ে কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।