ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে যুদ্ধে ১০ হাজার মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ইয়েমেনে যুদ্ধে ১০ হাজার মানুষের প্রাণহানি

ঢাকা: ইয়েমেনে শিয়া হুথি বিদ্রোহী আর সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধে কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ থেকে এমনই তথ্য জানানো হয়েছে। গত ২১ মাসে এতো সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে তারা।

ইয়েমেনের বন্দর নগর আদেনে জাতিসংঘের দূত জেমস ম্যাকগোল্ডরিক রাষ্ট্রপতি আব্দ-রাব্বু মনসুর হাদির সঙ্গে সাক্ষা‍ৎ করে এ তথ্য জানান।

ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে হুথি বিদ্রোহী ও সৌদি জোটের যুদ্ধ চলমান। এতে অন্তত ৪০ হাজার মানুষ আহত হয়েছেন; চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে।

সেখানকার পরিস্থিতি এতোটাই করুণ যে, ‍অন্তত ৭০ লাখ মানুষ রোজই কোনো না কোনো বেলায় না খেয়ে থাকেন, বলেও জানান জাতিসংঘ দূত।

এদিকে, হুথি বিদ্রোহীরা একাধিকবার তাদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছেন। দেশটিতে এখন কিছু এলাকা প্রেসিডেন্ট হাদি এবং কিছু এলাকা হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।