ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ধর্ষিত হয়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ভারতে ধর্ষিত হয়ে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশে মদ্যপ যুবকের পাশবিক লালসা থেকে রেহাই পেলেন না একশ’ বছর বয়সী এক বৃদ্ধাও। অঙ্কিত পুনিয়া নামে ওই যুবকের ধর্ষণের শিকার হয়ে মারা গেছেন সেই নারী।

সোমবার (৩০ অক্টোবর) সকালে রাজ্যের মিরুত জেলার জানি গ্রামে এই লজ্জাকর ঘটনাটি ঘটেছে। জানিতে নিজের ভাইয়ের কাছে থাকতেন অসুস্থ বৃদ্ধা।

আর যুবক ছিল তাদের প্রতিবেশী।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নেশাগ্রস্ত ওই যুবক অসুস্থ বৃদ্ধার ওপর যৌন লালসা চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়লে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে তার ভাই ও প্রতিবেশীরা এসে অঙ্কিতকে পাকড়াও করলেও গুরুতর আঘাত পান বৃদ্ধা। এরপর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, জনগণ অঙ্কিতকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে। যদিও অঙ্কিত অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।