ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিমলা-মানালিতে বরফজমা তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
সিমলা-মানালিতে বরফজমা তাপমাত্রা বরফঢাকা সিমলা

ঢাকা: ভারতের অন্যতম পর্যটন স্পট সিমলা ইংরেজি নবর্ষের প্রথম দিনেই দেখলো মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পাহাড় আর বরফ ঘেরা হিমাচল প্রদেশের রাজধানীতে সোমবার (১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। আর মানালিতে এদিন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি।

তবে কিছু কিছু স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে বলে জানিয়েছে রাজ্য আবহাওয়া দপ্তর।

লাহৌল ও স্পিটির কেন্দ্র কিলংয়ে তাপমাত্রা ছিল মাইনাস ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া কিন্নরের কলপায় ২.৩, ডালহৌসিতে ৪.২ এবং ধর্মশালায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এমন বৈরী আবহাওয়া আরও তিন-চারদিন বিরাজ করবে।

বরফঢাকা সিমলাপ্রবল ঠাণ্ডায় পর্যটকদের অন্যতম পছন্দের স্পট সিমলা-মানালি এখন বরফে ঢাকা। প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটকের কাছেও আকর্ষণের জায়গা হিমাচল প্রদেশের এ স্পট দুটি। আবহাওয়া বৈরী হলেও যারা ভ্রমণে ভিন্ন স্বাদ নিতে চান তাদের জন্য সঠিক সময় এখন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।