ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ১৭ বেসামরিক মানুষের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
সিরিয়ায় বিমান হামলায় ১৭ বেসামরিক মানুষের মৃত্যু বিমান হামলার দৃশ্য

ঢাকা: সিরিয়ার পূর্ব গৌতা এলাকায় শনিবার দিনভর সিরীয় ও রুশ বাহিনির উপর্যুপরি বিমান হামলায় কম করেও ১৭ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম্মুরিয়েহ এলাকাতেই মারা গেছে দুটি শিশুসহ ১২ জন। আহত হয়েছে কম করেও ৩৫ জন।

যুক্তরাজ্যভিত্তিক ওয়ার মনিটর গ্রুপ নামের একটি এনজিওর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ ধরনের ভয়াবহ ও উপর্যুপরি বিমান হামলা আর হয়নি।  

ওই গ্রুপের স্থানীয় পরিচালক রামি আবদেল রাহমান বলেন, সিরিয়ার বিমান বাহিনি ও রুশ বাহিনীর বিমানগুলো শনিবার সারাদিন গৌতার বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকা লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে গেছে।

মূলত বেসামরিক আবাসিক এলাকাই ছিল তাদের হামলার মূল লক্ষ্যবস্তু।

বিমান হামলায় হাম্মুরিয়েহতে ১২ জন ছাড়াও মাদিরা জেলায় দুজন এবং এরবিনে জেলায় মারা গেছে আরো ৩ জন।  

পূর্ব গৌতা এলাকাটিই হচ্ছে এখনো পর্যন্ত টিকে থাকা জঙ্গি গোষ্ঠি আইএস’র সর্বশেষ ঘাঁটি। এখানে কিছু জঙ্গি এখনো বেসামরিক এলঅকাগুলোতে ঘাপটি মেরে আছে।

সিরীয় ও রুশ বাহিনি এখন এদের নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।