ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের বৃহত্তম ডুবো গুহার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
বিশ্বের বৃহত্তম ডুবো গুহার সন্ধান মেক্সিকোয় আবিষ্কৃত নতুন গুহা

মেক্সিকোয় ডুবুরিদের একটি দল পানির নিচে দু’টি সংযুক্ত গুহার খোঁজ পেয়েছে। বলা হচ্ছে এটিই পৃথিবীর বৃহত্তম ডুবো গুহা।

বুধবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়, প্রাচীন মায়া সভ্যতায় নতুন আলো ছড়াতে পারে এ আবিষ্কার।  

ইউক্যাটান উপদ্বীপের ভূগর্ভস্থ পানির গবেষণা ও সংরক্ষণের কাজে নিয়োজিত প্রকল্প গ্রান অ্যাকুইফেরো মায়া (জিএএম) জানায়, পানির নিচের চ্যানেলের গোলকধাঁধাঁয় কয়েক মাস পর্যবেক্ষণ করে গুহাটির অবস্থান নিশ্চিত করা হয়।

এর দৈর্ঘ্য ৩৪৭ কিলোমিটার (২১৬ মাইল)।   

গুহাটি আবিষ্কৃত হয়েছে পূর্ব মেক্সিকোর টুমুল সমূদ্রসৈকতের রিসোর্টের কাছে। দলটি জানায়, এ ধরনের গুহাকে স্যাক অ্যাক্টুন বলা হয়।

জিএএম পরিচালক ও ডুবো প্রত্নত্ত্ববিদ গুইলারমো ডি আন্দা সংবাদমাধ্যমকে বলেন, স্প্যানিশদের বিজয়ের আগে মায়া সভ্যতায় প্রভাবিত এ এলাকাটির সমৃদ্ধ সংস্কৃতির উন্নয়নে সাহায্য করবে আশ্চর্‍য এ আবিষ্কার।

ইউক্যাটান মায়া জনজীবনের স্মৃতিবিজড়িত উপদ্বীপ। এর শহরগুলো ভূগর্ভস্থ পানির সঙ্গে যুক্ত গুহা ব্যবহার করে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছিল। যাকে বলা হতো সেনোট।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এমএসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।