ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন এফবিআই উপপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
পদত্যাগ করলেন এফবিআই উপপ্রধান অ্যান্ড্রু ম্যাককেবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার শিকার হয়ে সোমবার ( ২৯ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) উপপ্রধান অ্যান্ড্রু ম্যাককেবে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআইয়ের এই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাককেবেকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মার্চে এফবিআইয়ের উপপ্রধান হিসেবে ম্যাককেবের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

এদিকে ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে হাত থাকার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউজ। আর এতে কি কারণে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তা অজানা থেকে গেলো।

সম্প্রতি হিলারি ক্লিনটনের প্রতি ম্যাকেবের পক্ষপাতিত্বের অভিযোগ করে সমালোচনা করেছিলেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।