ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১১ দেশের শরণার্থীদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
 ১১ দেশের শরণার্থীদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের মুসলিমবিরোধী অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভ। ছবি-সংগৃহীত

১১টি ‘উচ্চ ঝুঁকি’র দেশের শরণার্থীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র। তবে আগের চেয়ে অনেক বেশি কঠোর যাচাই-বাছাই ও পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই কেবল এসব দেশের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাবে। এই ঘোষণাটি দেওয়া হয়েছে সোমবার।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ‘উচ্চ ঝুঁকি’র দেশগুলোর নাম উল্লেখ না করেই এ ঘোষণা দেওয়া হয়েছে। নাম ঘোষণা না করা হলেও ধারণা করা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এবং  শত্রুরাষ্ট্র উত্তর কোরিয়ার নাগরিকদেরই ইঙ্গিত করা হয়েছে।

এসব দেশের নাগরিকদেরই মূলত কঠোরতর ‘‘ঝুঁকিভিত্তিক’’ মূল্যায়ন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচাই বাছাই করে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য মনোনীত করা হবে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী কার্স্টেন নিয়েলসেন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, " কারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছে, সেটা ভালোভাবে জানাটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বাড়তি এসব নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়ায় আমাদের শরণার্থী কার্যক্রমের ফাঁক গলে বদ লোকদের পক্ষে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়াটা আগের চেয়ে অনেক কঠিন হবে। এর মধ্য দিয়ে আমাদের স্বদেশের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

কট্টর মুসলিমবিরোধী বলে পরিচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০১৭ সালের অক্টোবর মাসে উত্তর কোরিয়াসহ মোট ৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশগুলো হলো ভেনেজুয়েলা, লিবিয়া, শাদ, সিরিয়া, ইরান, ইয়েমেন, সোমালিয়া ও উত্তর কোরিয়া।  

এবার যে ১১টি দেশকে ‘উচ্চ ঝুঁকি’র দেশ বলা হচ্ছে, সেগুলোর নাম উল্লেখ না করা হলেও শরণার্থীদের অধিকার রক্ষায় সোচ্চার বিভিন্ন গ্রুপ বলছে, এসব দেশের তালিকায় থাকবে মূলত, মিশর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন।  

মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রশাসন মুসলমানদের ওপর বিরূপ হয়ে কিছু করছে না বা মুসলমানদের বৈষম্যের লক্ষ্যবস্তুও করা হচ্ছে না।  

তার ভাষায়, ''মুসলমানদের টার্গেট করার জন্য এই বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থাটি নেয়া হয়নি।  ধর্ম নিয়ে বা কোনো ধর্মীয় সম্প্রদায় নিয়ে অামাদের কোনো মাথাব্যথা নেই। ’’

বাংলাদেশ সময়:১২১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।