ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেলবোর্নের রাস্তায় ছুরিকাঘাতে নিহত ১, গাড়িতে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
মেলবোর্নের রাস্তায় ছুরিকাঘাতে নিহত ১, গাড়িতে আগুন মেলবোর্নে গাড়িতে আগুন, ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার মধ্য মেলবোর্নের একটি ব্যস্ত রাস্তায় তিনজনকে ছুরিকাঘাত এবং একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (০৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে শহরটির গুরুত্বপূর্ণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, গ্রেফতারের সময় ওই হামলাকারী পুলিশের ওপরও হামলা চালানোর হুমকি দিয়েছিলেন।

এছাড়া আশপাশের লোকজনকে জিম্মি করে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন। পরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হেফাজতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, ছুরিকাঘাতে আহত তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তাদের মধ্যেও একজনের অবস্থা অশঙ্কাজনক বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

অপরদিকে, প্রাইভেটকারটিও আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে।

পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।  তবে এ ঘটনাকে তারা সাধারণ হিসেবেই বিবেচনা করছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।