ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যালাবামায় হামলা চালিয়ে বন্দুকধারী নিজেই প্রাণ হারালেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
অ্যালাবামায় হামলা চালিয়ে বন্দুকধারী নিজেই প্রাণ হারালেন অ্যালাবামায় বন্দুক হামলার ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীর গাড়ি ও অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে বন্দুক হামলা হয়েছে। এতে ওই বন্দুকধারী নিজেই প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ৯টার দিকে অঙ্গরাজ্যটির একটি মলে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম বলছে, অ্যালাবামার হোভার শহরের রিভারচেজ গ্যালারিয়াতে এ হামলা হয়।

হোভার পুলিশের ক্যাপ্টেন গ্রেগ রেক্টর জানান, একটি মলে এক বন্দুকধারী ফাঁকা গুলি ছোড়েন। এতে ১২ বছরের এক কিশোরীসহ আহত হয়েছেন দুইজন। এছাড়া ১৮ বছর বয়সী ওই হামলাকারী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।