ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ২৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ২৬ দেশটির নিরাপত্তা বাহিনীর তৎপরতা, ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলের কস্ত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে এ ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

শুক্রবার (২৩ নভেম্বর) প্রদেশের ইসমাইল খেল জেলায় সেনা মোতায়েন করা একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

দেশটির নিরাপত্তা কর্মীরা বলছেন, মসজিদে জুমার নামাজের প্রার্থনার সময় বিস্ফোরণ ঘটেছে।

এতে যারা নিহত এবং আহত হয়েছেন, তারা সবাই ওই প্রার্থনায় অংশ নিয়েছিলেন।

তারা এও বলছে, এ ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, দেশটিতে প্রায় প্রতিদিনই সহিংসতার সৃষ্টি করে চলেছেন তালেবানরা। তাদের নিয়মিত হামলায় প্রাণ হারাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শত শত আফগান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।