ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রী-কন্যার পাশে চিরনিদ্রায় বুশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
স্ত্রী-কন্যার পাশে চিরনিদ্রায় বুশ সিনিয়র বুশের কফিন নিয়ে যাওয়া হচ্ছে, ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার (এইচ ডব্লিউ) বুশ। টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটিতে তাদের পারিবারিক গ্রেভিয়ার্ডে তার স্ত্রী বারবারা এবং কন্যা রবিনের পাশে তাকে শেষ শায়িত করা হয়।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কয়েকদিনের আনুষ্ঠানিকতার পর সাবেক এ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম শেষ হয়।

ওয়াশিংটনের জাতীয় ক্যাথিড্রালে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

এরপর হাজার হাজার আমেরিকান বুশকে ট্রেনে করে টেক্সাসে নিয়ে যায়। সেখান থেকে প্রথমে গাড়িতে, পরে হাতে করে কফিন ঠেলে তার শেষ শয্যায় নেওয়া হয়।

এর আগে শুক্রবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিনিয়র বুশ নামে পরিচিত ৯৪ বছর বয়সের এ রাজনীতিকের জীবনাবসান ঘটে। এ দিন টেক্সাসের হিউস্টন শহরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সিনিয়র বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এই চার বছর যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।